চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মানিকছড়ির ইসকন মন্দিরে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষতি

মানিকছড়ির ইসকন মন্দিরে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষতি

মানিকছড়ি সংবাদদাতা

২৫ জুলাই, ২০২০ | ৯:৩০ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে ইসকন মন্দিরে (শ্রী শ্রী বৈরাগী বাবার সেবাশ্রম) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মানিকছড়ি থানা ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্র্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। পরে আশপাশের লোকজন আগুন নেভাতে ছুটে আসে। এ সময় লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসকে দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্যরাও আগুন নেভাতে সাহায্য করে।

লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের দলনেতা ছলিমউল্লাহ চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। প্রায় দেড় ঘণ্টা পুলিশ, সেনাবাহিনী, উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্য ও স্থানীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল পাল জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে বাদ্যযন্ত্র ও আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব কিছু পুড়ে গেছ। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, যদি মানিকছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন থাকত তাহলে এত ক্ষয়-ক্ষতি হতো না।

 

 

 

 

পূর্বকোণ/ইসমাইল-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট