চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আখতারুজ্জামান ফ্লাইওভারকে ঝুঁকিমুক্ত করল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২০ | ৯:৪৩ অপরাহ্ণ

আখতারুজ্জামান ফ্লাইওভারের পড়ে যাওয়া ডিভাইডার তুলে দিয়ে ফ্লাইওভারে দুর্ঘটনা থেকে বাঁচাল শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২৪ জুলাই) সকালে চিটাগাং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থীদের প্রচেষ্টায় ফ্লাইওভারের ওয়াসার মোড়ের অংশে পড়ে থাকা ডিভাইডার তোলা হয়।

শিক্ষার্থী জাবির উদ্দিন জানান, ফেসবুকে একটি সচেতনতামূলক পোস্ট ‘ফ্লাইওভারে পড়ে থাকা ডিভাইডার যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা’ দেখে আমারা ক্যান্টনমেন্ট কলেজের বন্ধুরা মিলে গতকাল বৃহস্পতিবার রাতে ডিভাইডারটি তোলার পরিকল্পনা করি। আজকে সকালে যখন আমরা স্পটে যাই তখন আমরা অনেক চেষ্টা করেও অতিরিক্ত ওজনের জন্য ডিভাইডারটি তুলতে পারিনি। এরপর একজন পিকআপ ড্রাইভার আমাদের প্রচেষ্টা দেখে এগিয়ে এলেন, তিনি গাড়ি থামিয়ে আমাদের সহযোগিতা করতে চাইলেন। শেষে আমরা তার গাড়িতে থাকা রশি দিয়ে বেঁধে সকলে মিলে পিকাপদ্বারা ডিভাইডারের অংশটি উঠাতে সক্ষম হই।’

এ সময় উপস্থিত ছিলেন মোত্তাকিন আহমেদ, আতিকুল ইসলাম, মাহবুব এলাহি, সাদ্দাম সাকিব, ইহান সাইরাস, শাহাদাৎ ইসলাম, রাকিব, আরহাম প্রমুখ।

পূর্বকোণ/ আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট