চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রেলের বিট চুরি, দুজন আটক

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২০ | ৭:৫৫ অপরাহ্ণ

নগরের পাহাড়তলী রেলগেট থেকে রেলের স্লিপার চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে রেলওয়ের নিরাপত্তাবাহিনী। আজ শুক্রবার (২৪ জুলাই) তাদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন-জসিম উদ্দিন (৩৭) ও মনির হোসেন (৩৫)।

আটককৃত জসীম উদ্দিন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার হারিয়ার ওগারিয়া গ্রামের আবুল হোসেন ভুট্টুর ছেলে। অপরজন মনির হোসেন বাঘেরহাটের মোড়লগঞ্জ থানা এলাকার গজানিয়া গ্রামের মৃত সেকান্দারের ছেলে।
আরএনবির এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ পূর্বকোণকে বলেন, ‘বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রেলগেটের পাশে থেকে রেলবিট চুরির সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ ফিট লম্বা একটি রেল বিট উদ্ধার করা হয়। তাদের সাথে আরও দুজন ব্যক্তি ছিলেন। যারা পালিয়ে গেছেন। এরা রেল সম্পদ চোর চক্রের সদস্য। আটকের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে’।

রেলওয়ে সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রেলগেটের পাশে থেকে রেলবিট চুরির সময় তাদের আটক করা হয়। মূলত তারা রেলবিট কেটে বিভিন্ন লোহার দোকান বা কামারের দোকানে বিক্রি করে দেয়। নগরে এরকম একটা চক্র আছে যারা রেলের মালামাল চুরি করে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট