চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাহাজের রশির আঘাতে বন্দরে নাবিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২০ | ১২:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বন্দরের একটি লাইটারেজ জাহাজে দুর্ঘটনাবশত মাথায় আঘাত লেগে এক নাবিকের মৃত্যু হয়েছে। নিহত নাবিকের নাম মোস্তফা মুন্সি। বৃহস্পতিবার (২৩ জুলাই) গুরুতর আহত হওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, চট্টগ্রাম সমুদ্র বন্দর বৃহস্পতিবার ভোরে বহির্নোঙরে মাদার ভেসেল ‘এমভি জাহান’ নোঙ্গর করে। এ মাদার ভেসেল থেকে মালামাল নামানোর জন্য বহির্নোঙরে যায় লাইটারেজ ভেসেল ‘এমভি সীপাল’। এ সময় মাদার ভেসেলের সাথে লাইটারেজ জাহাজে রশি লাগানোর সময় রশিটি ছিঁড়ে যায়। রশিটি মোটা থাকার কারণে তা দুর্ঘটনাবশত মোস্তফার মাথায় আঘাত লাগে। পরে আহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, জাহাজের মোটা রশিতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মোস্তফা নামে বন্দরের এক নাবিককে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট