চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ফেসবুকভিত্তিক হ্যাকার গ্রেপ্তার

অনলেইন ডেস্ক

২৩ জুলাই, ২০২০ | ১:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের ফেসবুকভিত্তিক হ্যাকার সালমান মোহাম্মদ ওয়াহিদকে (২৬) নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।

সে নগরীর ডবলমুরিং থানার কমার্স কলেজ রোডের জনৈক আব্দুল মতিনের ছেলে।

বুধবার (২১ জুলাই) রাত ৩টার দিকে নগরীর মোগলটুলির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিতত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার চৌধুরী।

তিনি বলেন, ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সে বিভিন্ন টার্গেট করা ব্যক্তি বিশেষ করে মেয়েদের ফেসবুক আইডি এবং গ্রুপ হ্যাক করে বিভিন্ন কু-প্রস্তাব ও মোটা অংকের টাকা দাবি করত।

তিনি জানান, সালমান বাদির স্ত্রীর একটি ফেসবুক অ্যাকাউন্ট পি-নাইন ডিভাইস দিয়ে হ্যাক করে। একই নারীর আরও একটি অ্যাকাউন্ট প্রিটেন্ডিং রিকোয়েস্ট দিয়ে অকার্যকর করে। এরপর ওই নারীর ছবি ও নাম দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড শুরু করে। এপর গত ১১ মে ওই নারীর ভুয়া মৃত্যু-সনদ ফেসবুক কর্তৃপক্ষের কাছে দাখিল করে। তখন তার অ্যাকাউন্টে নামের পাশে ‘রিমেম্বারিং’ উল্লেখ করে ফেসবুক কর্তৃপক্ষ।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় এই পর্যন্ত প্রায় শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করেছে সে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট