চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

করোনার প্রতিষেধক ‘আবিষ্কারককে’ আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২০ | ১:৩৬ অপরাহ্ণ

করোনার ভ্যাকসিন আবিষ্কার করার দাবি করে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম নগরীর কর্নেলহাট এলাকা থেকে এক হোমিওপ্যাথি চিকিৎসককে আটক করেছে র‌্যাব।

আটক বিশ্বজিৎ আচার্য আকবরশাহ থানার ১০ নম্বর ওয়ার্ডের মৃত ভাস্কর আচার্যের ছেলে।

বুধবার (২২ জুলাই) আকবরশাহ থানার কর্নেলহাট এলাকার নিজ দোকান থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭’র মিডিয়া অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন।

তিনি বলেন, কর্ণেলহাট এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসকের দোকানে ব্যানার টাঙিয়ে করোনার প্রতিষেধক বিক্রির খবর পেয়ে র‌্যাব ওই এলাকায় অভিযানে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় করোনার প্রতিষেধক আবিষ্কারের দাবি করে ওষুধ বিক্রির নামে তিনি মানুষের সাথে প্রতারণা করছেন। হোমিওপ্যাথি চিকিৎসার কোন লাইসেন্সও তিনি দেখাতে পারেন নি। প্রতারণার দায়ে তাটে আটক করা হয়।

তার বিরুদ্ধে নিয়মিত মামলার দায়েরর জন্য আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট