চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে কস্তুরীমৃগসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২০ | ৭:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর মুরাদপুরের মির্জারপুল এলাকায় অভিযান চালিয়ে মূল্যবান কস্তুরি , কস্তুরীমৃগসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব হাটহাজারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান।

গ্রেপ্তারকৃত মো. তৌহিদ (২৬) চট্টগ্রামের জোরারগঞ্জের পূর্ব দুর্গাপুর বদ্দার চৌধুরী হাটের মো. আনোয়ার হোসেনের ছেলে ও মো. তৈয়েবুর রহমান (৩২) পিরোজপুরের মঠবাড়িয়ার বিরুখালীর মৃত হোসেন আলী হাওলাদারের ছেলে বলে র‌্যাব সূত্রে জানা গেছে ।

জানা গেছে , হরিণের দশ বছর বয়সে নাভির গ্রন্থি পরিপক্ব হয়। এ সময় হরিণটিকে হত্যা করে নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো গ্রন্থিটি। তারপর রোদে শুকানো হয়।  একটা পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থির ওজন প্রায় ৬০-৬৫ গ্রাম।এটি বিশেষ ধরনের প্রাণিজ সুগন্ধি। হরিণের নাভি থেকে পাওয়া যায় এই কস্তুরী, যা মহামূল্যবান সুগন্ধি হিসেবে পরিচিত। কস্তুরীমৃগ নাভীর মূল্য আনুমানিক অর্ধকোটি টাকা।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট