চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাউজানে বিষপ্রয়োগে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

রাউজানে বিষপ্রয়োগে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

রাউজান সংবাদদাতা

২০ জুলাই, ২০২০ | ১০:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে স্থানীয় একটি পুকুরে বিষপ্রয়োগ করে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ ওঠেছে। আজ সোমবার (২০ জুলাই) উপজেলার ৯ নম্বর পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে পুকুরে দু-একটি করে মরা মাছ ভেসে ওঠে। দুপুর পর থেকে পুকুরের চারপাশে মরা মাছে সাদা হয়ে যায়। মরা মাছ ভাসতে দেখে মাছ স্থানীয় চাষী সিরাজুল ইসলাম ও সজল বল বড় জাল নিয়ে এসে ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কয়েকবার বড় জাল টেনে মাছগুলো সব মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়রা আরও জানায়, সিরাজুল ইসলাম ও সজল বল দু’জনে মিলে এলাকার দীর্ঘদিন ধরে স্থানীয় একটি পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। সোমবার ভোররাতে কে বা কারা তাঁদের পুকুরে বিষপ্রয়োগ করে মাছগুলো হত্যা করে বলে তারা অভিযোগ করেছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ দেবেন বলে জানা গেছে।

 

 

 

 

পূর্বকোণ/জাহেদ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট