চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়ির করোনা হাসপাতালে স্বেচ্ছাশ্রমে ১৫ যুবক

নাজিরহাট সংবাদদাতা

১৯ জুলাই, ২০২০ | ৬:৫৮ অপরাহ্ণ

মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠিত হতে চলেছে ৩০ শয্যার ফটিকছড়ির কোভিড-১৯ হাসপাতাল। আর এ হাসপাতালে করোনা রোগীদের বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রম দিতে এগিয়ে এসেছেন ১৫ যুবক।

আগামী ২৭ জুলাই শুভ উদ্বোধনের মধ্যদিয়ে যাত্রা শুরু করছে হাসপাতালটি। শিল্পপতি, রাজনীতিবিদ, সামাজিক ও ধর্মীয় সংগঠন, স্কুল ব্যাচ, সাবেক ছাত্র-ছাত্রী পরিষদ, পেশাজীবি, বিভিন্ন শ্রেণির মানুষ এমনকি শিশুরাও তাদের জমানো টাকা দিয়ে হাসপাতালের জন্য সহযোগিতা করেছেন।

প্রতিদিন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীনের কার্যালয়ে মানবিক কর্মীরা তাদের সহায়তা দিয়ে যাচ্ছেন। সম্প্রতি উপজেলার ১৫ যুবক জীবন ঝুঁকি নিয়ে হাসাপাতালের করোনা রোগীদের বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রম দিবেন বলে এগিয়ে এসেছেন। এরা হলেন- মুহাম্মদ বোরহান, জাহেদুল আলম, মোহাম্মদ ইয়াছিন উদ্দিন চৌধুরী, ইকবাল মাহমুদ, নাঈম মোশারফ তৌসিফ, রহিম উদ্দিন রকি, কাজী ইকবাল, মোহাম্মদ রাকিব উদ্দিন, খালেদ মাহমুদ আশরাফ, শেখ মোহাম্মদ মিনহাজুল আবেদীন, মোজাম্মেল হোসেন, সাকিব সিকদার, জাহেদ বিন সাব্বির (ফাহাদ), মিজানুল হুদা সবুজ ও মুহাম্মদ আজিজ প্রমুখ। তাদের এমন মহানুভবতা সামাজিক যোগাযোগে প্রচার হবার পর সর্বোস্তরের মানুষ তাদের স্বাগত জানিয়েছে এবং যেকোনভাবে হাসপাতালটিকে সহযোগিতার ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছে।

পূর্বকোণ/মোরশেদ-এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট