চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

করোনা চিকিৎসায় হাত বাড়ালেন চমেকের চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২০ | ৬:১৩ অপরাহ্ণ

করোনাকালে চারদিকে যখন রোগীদের চিকিৎসা না পাওয়ার অভিযোগ তখনই দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উর্ধ্বতন এক চিকিৎসক। করোনা রোগীদের চিকিৎসায় তার ব্যক্তিগত তহবিল থেকে দেয়া হয় আর্থিক অনুদান। তিনি চমেক হাসপাতালের যৌন ও চর্ম রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. রফিকুল মাওলা।

শনিবার (১৮ জুলাই) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডারের জন্য এক লাখ টাকার চেক তুলে দেন তিনি। ওই সময় হাসপাতালের পরিচালকসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ডা. রফিকুল মাওলা বলেন, ‘চারদিকে যখন অক্সিজেন নিয়ে হাহাকার। অনেক রোগী অক্সিজেন না পেয়ে মৃত্যুবরণ করছেন। এসব দেখে নিজ তহবিল থেকে কিছু সহযোগিতা করেছি। যাদের সামর্থ্য আছে, তাদেরকেও এই দুর্যোগে এগিয়ে আসার আহবান করেন এ চিকিৎসক।’
পূর্বকোণ/রাজু-এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট