চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সঙ্গীত ভবনে দুর্বৃত্তদের হামলা

অনলাইন ডেস্ক

১৭ জুলাই, ২০২০ | ৬:৪৯ অপরাহ্ণ

নগরীর প্রবর্তক পাহাড়ের পাদদেশে স্থাপিত সঙ্গীত ভবনের জরাজীর্ণ ভবনে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় উপড়ে ফেলা হয়েছে সামনের গাছপালা। সঙ্গীত প্রশিক্ষণের হারমোনিয়াম-তবলাসহ আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবর্তক সংঘের কতিপয় শিক্ষার্থী কর্তৃপক্ষের ইন্ধনে এই হামলা চালিয়েছে। তারা ৪০-৫০ জনের একটি দল দা-খুন্তি নিয়ে ঘন্টাব্যাপী ভাংচুর চালায়। এসময় তাদের নিবৃত্ত করতে কেউ এগিয়ে আসেনি।

জানা গেছে, ১৯৬৬ সালে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ প্রিয়দারঞ্জন সেনগুপ্ত ও বনবীথি সেনগুপ্তার হাত ধরে প্রতিষ্ঠিত হয় সঙ্গীত ভবন। প্রতিষ্ঠানটি শাস্ত্রীয়সহ সংগীতের নানান ক্ষেত্রে তৈরি করেছে অসংখ্য গুণী শিল্পী।

জানা যায় ২০১৬ সালে ভবনটির ভাড়া পরিশোধ নিয়ে প্রবর্তক সংঘের সঙ্গে শুরু হয় ঝামেলা।

পাঁচলাইশ থানায় এসআই সাদেকা আফরোজা বলেন, প্রবর্তক পাহাড়ের সঙ্গীত ভবন সংস্কার নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা চলছিল। শুক্রবার সকালে ওই ভবনে ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।  

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট