চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

করোনায় প্রাণ গেল রেলওয়ে ট্রেনিং একাডেমির শিক্ষকের

অনলাইন ডেস্ক

১৭ জুলাই, ২০২০ | ৩:৩৩ অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেলওয়ে ট্রেনিং একাডেমির সিনিয়র শিক্ষক দেবতোষ বড়ুয়া (৫৭) মারা গেছেন।

শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন জেনালের হাসপাতালের সিনিয়ার কনসালটেন্স ডা. আব্দুর রব মাসুম। 

দেবতোষ বড়ুয়ার বাড়ি চন্দনাইশে। তিনি নগরীর হালিশহরে অবস্থিত রেলওয়ে ট্রেনিং একাডেমিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দিতেন।

রেলওয়ের ট্রেনিং একাডেমির সিনিয়র ট্রেনিং অফিসার আবুল কাশেম বলেন, ‘তিনি গত সোমবার করোনা নিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন দেবতোষ। পরে অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি  মারা যান।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট