চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি

পূর্বকোণ ডেস্ক

১৬ জুলাই, ২০২০ | ১১:৪৭ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সারাদেশে এক কোটি চারা বিতরণ, রোপন ও বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়ও এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

চন্দনাইশ উপজেলা

চট্টগ্রামের চন্দনাইশেও চালতা গাছ রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন এলাহীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, আওয়ামী লীগ নেতা মাস্টার আহসান ফারুক, প্রেসক্লাব সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, বিট কর্মকর্তা সিকদার আতিকুর রহমান, আবদুস সাত্তার, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, কৃষকলীগ নেতা নবাব আলী, সাংবাদিক যথাক্রমে আবু তালেব আনসারী, নুরুল আলম, আজিমুশ শানুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম চৌধুরী, আরফাত হোসেন, এমএ মহসিনসহ প্রমুখ।

লোহাগাড়া উপজেলা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়ও বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন, পদুয়া ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের যৌথ উদ্যেগে অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ। এ সময় লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, পদুয়া রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন জনু কোম্পানি, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এসএম ইউনুছ, পদুয়া বিট কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

ফটিকছড়ি উপজেলা

একইভাবে ফটিকছড়িতেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব আমগাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জানে আলম, ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার, নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা সুরজিৎ চৌধুরী, ধুরুং বিট অফিসার হাবিবুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সীতাকুণ্ড উপজেলা
চট্টগ্রামের সীতাকুণ্ডেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুপুর ১২টায় সীতাকুণ্ডের সাংসদ আলহাজ দিদারুল আলম এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী ‍অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে এ সময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, কুমিরা রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার দত্ত, উপকুলীয় রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ভূঁইয়াসহ আরও অনেকে। একইদিন দুপুর দেড়টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্যোগেও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লামা উপজেলা
বান্দরবানের লামা উপজেলায়ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস.এম কায়চার, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক, লামা সদর রেঞ্জ কর্মকর্তা নুরে আলম হাফিজসহ প্রমুখ।

মানিকছড়ি উপজেলা
খাগড়াছড়ির মানিকছড়িতেও একই কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ পার্কে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ এ স্মারক বৃক্ষরোপণের উদ্বোধন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ শরীরচর্চা শিক্ষক মনির হোসেন, রেঞ্জ কর্মকর্তা সঞ্জয় হাওলাদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মহেশখালী উপজেলা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের মহেশখালী উপজেলাতেও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১ টায় আশেক উল্লাহ রফিক এমপি উপজেলার বাবুর দীঘির পাড়ে ফলজ গাছ রোপন করার মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলাম, মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস, উপজেলা পৌরসভার মেয়র মকছুদ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/হোবাইব-ইসমাইল-রফিক-সৌমিত্র-রাহা-মনির-দেলোয়ার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট