চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এন মোহাম্মদ প্লাস্টিকসহ তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২০ | ৮:০৪ অপরাহ্ণ

পরিবেশগত ছাড়পত্রের শর্তভঙ্গের দায়ে এন মোহাম্মদ প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) শুনানি শেষে পরিবেশ সংরক্ষণ আইনে এ আদেশ দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মাে.মােয়াজ্জম হােসাইন।

চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো.মােয়াজ্জম হােসাইন সাক্ষরিত এক  প্রেসবিজ্ঞপ্তিতে এন মোহাম্মদ প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজ ছাড়াও পরিবেশগত ছাড়পত্র ছাড়া কাজ করায় বোয়ালখালীর বিসমিল্লাহ ফেব্রিক্স লিমিটেডকে ৫ লাখ এবং পুকুর ভরাটের দায়ে ফেনীর আনোয়ার আহমেদ মুন্সি নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্দিষ্ট সময়ে ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পরিচালক মাে.মােয়াজ্জম হােসাইন।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট