চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেয়াদহীন পণ্যের মোড়ক: প্রবাসী বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২০ | ৬:২০ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন এবং পণ্যের গায়ে মেয়াদের মোড়ক না লাগিয়ে ব্যবসা পরিচালনা করার দায়ে নগরের পাঁচলাইশের ‘প্রবাসী’ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ  বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন।

 নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানায়,  নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাঁচলাইশ এলাকায় অভিযানে যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ‘প্রবাসী বেকারি’ নামে প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া নানা ধরনের পণ্য উৎপাদনের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা  করা হয়েছে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট