চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চকবাজারে ৫ মুদি ও মাংসের দোকানকে জরিমানা

অনলাইন ডেস্ক

১৬ জুলাই, ২০২০ | ৩:৩১ অপরাহ্ণ

নগরীর চকবাজারের কে বি আমান আলী রোডে ওজনে প্রতারণা করায় ৫ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এ জরিমানা আদায় করেন।

ম্যাজিস্ট্রেট আলী হাসান জানান, ঈদে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ চকবাজারে কয়েকটি মুদি দোকানে ও কয়েকটি মাংসের দোকানে অভিযান চালানো হয়।এসময় ১ কেজির বাটখারায় কোনোটায় ১০ গ্রাম কম আবার কোনোটায় ১৫ গ্রাম কম। আবার ৫০০ গ্রামের বাটখারায় ১০ থেকে ১৪ গ্রামের মতো কম দেখা যায়। ওজনে কারচুপির বিষয়টি বিএসটিআই এর পরিদর্শক পরীক্ষা করে সত্যতা পান। এছাড়াও দেখা যায় দোকানগুলিতে মূল্যতালিকাও নেই। আবার স্বাস্থ্যবিধি মানার পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীও নেই। এসকল বিষয় আমলে নিয়ে ২ টি খুচরা মুদি দোকান ও ৩ টি মাংসের দোকানকে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট