চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্যাসিফিক জিন্সের সহায়তায় চমেকে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিল রোগী কল্যাণ সমিতি

অনলাইন ডেস্ক

১৫ জুলাই, ২০২০ | ৭:১১ অপরাহ্ণ

করোনা রোগীর চিকিৎসায় দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান প্যাসিফিক জিনস লিমিটিডের আর্থিক সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬টি হাই ফ্লো নেজাল ক্যানুলা প্রদান করেছেন রোগী কল্যাণ সমিতি। 

হাই ফ্লো নেজাল ক্যানুলার রোগী কল্যাণ সমিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ১৫ জুলাই দু’টিসহ  মোট ৬টি হাই ফ্লো নেজাল ক্যানুলা প্রদান করেছে।

আজ বুধবার (১৫ জুলাই) চমেক হাসপাতালের চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরের নিকট হাই ফ্লো নেজাল ক্যানুলা হস্তান্তর করেন প্যাসিফিক জিন্স লিমিটেডের কমার্শিয়াল ম্যানেজার আবেদীন আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার ও রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা, পাঠাগার সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ জিয়াউদ্দিন খালেদ চৌধুরী এবং প্যাসিফিক জিন্স ফাউন্ডেশনের প্রতিনিধি মো. ইলিয়াস হোসেন ইমন।

ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অবশ্যই করোনা মোকাবেলায় সক্ষম হব। তিনি তাদের প্রতি ও রোগী কল্যাণ সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য যে, প্যাসিফিক জিনস লিমিটেড রোগী কল্যাণ সমিতির মাধ্যমে ইতোপূর্বে আরও একটি হাই ফ্লো নেজাল ক্যানুলা প্রদান করেছে চমেক হাসপাতালে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট