চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবিতে চলমান লকডাউন আরও ৮ দিন বৃদ্ধি

চবি সংবাদদাতা

১৫ জুলাই, ২০২০ | ৩:৪৭ অপরাহ্ণ

করোনাভাইরাস দ্রুত সংক্রমণের আশঙ্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান ১৪ দিনের লকডাউন আরও ৮ দিন বৃদ্ধি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, চবি ক্যাম্পাসে করোনাভাইরাসের দ্রুত সংক্রমণের আশংকায় ইতোমধ্যে প্রশাসন ঘোষিত ৪ জুলাই শনিবার হতে ১৭ জুলাই শুক্রবার পর্যন্ত ১৪ দিন চবি ক্যাম্পাসে সর্বাত্মক লকডাউন চলছে। ক্যাম্পাসে করোনা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে জন্য সর্বাত্মক লকডাউন আরও ৮ দিন অর্থাৎ ২৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরস্থ চারুকলা ইনস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে।

প্রসঙ্গত, গত শনিবার নমুনা পরীক্ষায় চবি উপাচার্যসহ তার পরিবারের আট সদস্য করোনায় আক্রান্ত হয়। উপাচার্য ছাড়া পরিবারের অন্য সদস্যরা হলেন তার স্বামী মেয়ে, তিন নাতি-নাতনি ও বাসার দুজন কেয়ার টেকার। এছাড়া ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ৩০-৩৫ জন করোনা রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট