চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সীতাকুণ্ডে বাড়ির ভেতরেই নকল পণ্য তৈরি কারখানা!

সীতাকুণ্ড সংবাদদাতা

১৪ জুলাই, ২০২০ | ১০:০৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডে একটি বাড়ির ভেতরে নকল পন্য তৈরির কারখানার সন্ধান মিলেছে। আজ মঙ্গলবার দুপুরে অনুমোদন বিহীন এই কারখানায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর উদ্যোগে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিল্টন রায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট নেভি গেট এলাকায় জনৈক নুরুল ইসলামের বাড়ির ভেতরে বিভিন্ন নকল পন্য তৈরি হচ্ছে মর্মে গোপন সূত্রে জানতে পারেন এনএসআই এর কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, ঐ বাড়ির মালিক বিএসটিআই এর লোগো লাগিয়ে পুকুরের পানিকে মিনারেল ওয়াটার, চা-পাতা, অনুমোদন বিহীন ব্লিচিং পাউডার, দাঁতের মাজন প্রভৃতি তৈরি করে বিক্রি করছিলেন।  বাড়ির যেসব কক্ষে এসব পণ্য তৈরী হচ্ছিল সেটি বন্ধ করে সিলগালা করা হয়েছে।অভিযানের পূর্বে মালিক নুরুল ইসলাম পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন এনএসআই এর সহকারী পরিচালক মো.শাহরিয়ার, অপু এবং ফিল্ড অফিসার শেখ রেজাউল করিম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট