চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মেয়াদোত্তীর্ণ ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২০ | ১২:০৭ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ, কোতয়ালী, ডবলমু‌রিং, চান্দগাঁও ও ই‌পি‌জেড এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৩ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-প‌রিচালক মোহাম্মদ ফ‌য়েজ উল‌্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী প‌রিচালক (মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ৯ টি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ কোমলপানীয়, ও মেয়াদ বিহীন ওষুধ ধ্বংসসহ এক‌টি লি‌খিত অভিযোগ নিষ্প‌ত্তি করা হয়।

চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, সোমবার নগরীর মুরাদপুরে মেয়াদোত্তীর্ণ ও উৎপাদন তারিখ ছাড়া রসগোল্লা, দই ও কেক বিক্রির অপরাধে রসগোল্লা নামে প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা, পূর্ব না‌ছিরাবাদ এলাকার রিয়াদ ফা‌র্মেসি‌ ৮ হাজার, শাহজাহান স্টোর‌ ৬ হাজার, ওয়েম্পি ক্যাফে ৪ হাজার, হোটেল আল রাজ ৫ হাজার, গোলাম রসুল মা‌র্কেটের টি‌কে পেপারস এন্ড স্টেশনা‌রি‌ ১০ হাজার, হাজী পেপারস এন্ড স্টেশনা‌রি‌ ১০ হাজার টাকা, ডবলমুরিং থানার আগ্রাবাদের সাইফ মেডিকেল হল ১০ হাজার এবং তাজ ফার্মা‌কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ভোক্তা সাধারণের স্বার্থে অধিদপ্তরের এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট