চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ক্রেতাবেশে ফার্মেসিতে গোয়েন্দা অভিযান, জব্দ বিপুল সরকারি ওষুধ

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২০ | ১০:১৭ অপরাহ্ণ

ক্রেতা সেজে ফার্মেসিতে সরকারি ওষুধ বিক্রিকালে ফার্মেসির মালিককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে  জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। আজ সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ছয়টায় নগরীর বাকলিয়া থানার নতুন ব্রীজ এলাকায় এনএসআই চট্টগ্রাম নগর শাখার একটি টিম সরকারি ওষুধ বিক্রয়কারি মা মনি ফার্মেসিতে অভিযান চালায় সরকারি ওষুধ জব্দ করে।

জানা গেছে , এনএসআই চট্টগ্রাম নগর শাখার একটি দল সরকারি ওষুধ বিক্রি ও নকল ওষুধ তৈরির সিন্ডিকেট ধরার লক্ষ্যে গত এক সপ্তাহ নজরদারি করে। তার পরিপ্রেক্ষিতে বাকলিয়া এলাকার সোর্সের মাধ্যমে নতুন ব্রীজ এলাকায় মা মনি ফার্মেসিতে সরকারি ওষুধ ও নিষিদ্ধ বিদেশি ওষুধ এর সন্ধান পায়।

আটক  মা মনি ফার্মেসির মালিক শংকর দাস (৪৫) আনোয়ারা থানার বাদুয়া পাড়ার শুরুনাথ দাসের ছেলে।

পূর্বকোণ/ আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট