চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জরিমানা গুনলেন ৩ রেঁস্তোরা মালিক

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২০ | ৮:০০ অপরাহ্ণ

লাইসেন্সের নবায়ন ও লাইসেন্স না থাকায় নগরীর তিন রেঁস্তোরাকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৩ জুলাই) অভিযানে এসব রেঁস্তোরাকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান জানান, দি ওরিয়েন্ট রেস্টুরেন্টের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ২০১৮ সালে। দুই বছর পরও লাইসেন্স নবায়ন করেননি মালিক। এছাড়া নুর-ই-আজমীর ও সিটি ফুড রেস্টুরেন্ট কোনো ধরনের লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে। অভিযানে দি ওরিয়েন্ট রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, হোটেল নুর-ই-আজমীরকে ৫ হাজার টাকা ও সিটি ফুড রেস্টুরেন্ট ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং এসব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

এসময়  বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারের জনগণকে সচেতন করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট