চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভুয়া ড্রাইভিং লাইসেন্সসহ জালিয়াতচক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২০ | ২:২২ অপরাহ্ণ

চট্টগ্রামে তিনটি ভুয়া ড্রাইভিং লাইসেন্সসহ জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় তাদেরকে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার বারুর দক্ষিণ পাড়ার মৃত আব্দুর জাব্বারের পুত্র মনু মিয়া (৫৫) ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাজাপাড়া গ্রামের মৃত কবির আহাম্মদের পুত্র মো. আবুল হাসেম (৪২)।

 র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে দুই নম্বর গেট এলাকার বি বাড়িয়া ফার্নিচারের সামনে থেকে তাদেরকে আটক করে দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে তিনটি ভুয়া ড্রাইভিং লাইন্সেস পাওয়া যায়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে তারা বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীর নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে ভুয়া ড্রাইভিং লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্সের শিক্ষানবিশ কার্ড অবৈধভাবে তৈরি করে টাকার বিনিময়ে গাড়ি চালকদের সরবরাহ করেন। গ্রেপ্তার দুজনকে খুলশি থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

 

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট