চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

অনলাইন ডেস্ক

১২ জুলাই, ২০২০ | ৬:০৬ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও স্বাস্থ্যবিধি না মেনে খাবার পরিবেশনের দায়ে একজন রেস্তোরাঁ মালিক এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় একজন মুদি দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ জুলাই) দুপুরে নগরীর দেওয়ানহাট এলাকার তাজ বি রেস্তোরাঁ এবং সদরঘাট এলাকার ছানোয়ার স্টোরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।

দেওয়ানহাট এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। সদরঘাট এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান ও মো. আশরাফুল আলম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় তাজ বি রেস্তোরাঁর মালিককে ৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ জুস এবং কোমল পানীয় বিক্রি করার অপরাধে ছানোয়ারা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট