চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নকল চিপস তৈরির কারখানা সিলগালা, জরিমানা ৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২০ | ৪:৩২ অপরাহ্ণ

নগরীর পাহাড়তলী থানার বশির শাহ মাজার এলাকায় ‘বিসমিল্লাহ ফুড প্রোডাক্ট’ কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে এনএসআই চট্টগ্রাম নগর শাখার অফিসাররা উপস্থিত ছিলেন। 

আজ রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ওই কারখানায় অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও খাদ্য তৈরির বিষাক্ত কেমিকেল, চিপস তৈরির মেয়াদোত্তীর্ণ কাঁচামাল জব্দ করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান পূর্বকোণকে বলেন, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বশির শাহ মাজার এলাকায় একটি কারখানায় অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য ও খাদ্য তৈরির বিষাক্ত কেমিক্যাল, চিপস তৈরির মেয়াদোত্তীর্ণ কাঁচামাল জব্দ করা হয়। মূলত প্রাণের মোড়কে নকল ডিং ডং চিপস তৈরি করছিল। এই অপরাধে কারখানাটিকে ৩ লাখ টাকা জরিমানা ও কারখানাটিকে সিলগালা করে দেওয়া হয়।

 

 

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট