চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২০ | ৩:২৮ অপরাহ্ণ

কক্সবাজার জেলার টেকনাফ থেকে ৩ লাখ পিস ইয়াবাসহ দুইজন অস্ত্রধারী যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

আটককৃতরা হলেন- বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. ইলিয়াছের ছেলে মো. শফিক (২৫) ও বালুখালী গুনাপাড়ার আবুল কাশের ছেলে আব্দুল করিম (২২)।

শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ থানার হোয়াইক্যং বালুখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফ থানার হোয়াইক্যং বালুখালী (তুলাতলি) জামে মসজিদের দক্ষিণে রাস্তার পাশে কালবার্টের নিচ দিয়ে ছোট ছড়া দিয়ে কিছু অস্ত্রধারী ব্যক্তি ইয়াবা চালান নিয়ে যাচ্ছে। তথ্যমতে র‌্যাবের একটি দল অভিযানে গেলে র‌্যাবের উপিস্থিতি টের পেয়ে দেশীয় কিরিচ ব্যবহার করে পালিয়ে যাওয়ার সময় তাদের দুইজনকে আটক করা হয়। এসময় আরও তিনজন পালিয়ে যায়। পরে তাদের সাথে থাকার ২টি প্যাকেট তল্লাশি করে মোট ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। আটক আসামি ও উদ্ধার ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।  

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট