চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে আরও ১৬২ জনসহ ১১১৯৩ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২০ | ১১:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ১৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  বৃহস্পতিবার (৯ জুলাই) ৭টি ল্যাবে ৭৮১ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ১৯৩ জনে।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৮১, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৭৭ টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৬২টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১৩২টি, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৪৫টি, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ৮৮টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এতে বিআইটিআইডিতে ২৮ জন, সিভাসুতে ১৬ জন, চমেকে ২৫ জন, চবিতে ৩৩ জন, ইম্পেরিয়ালে ৩১টি ও শেভরণে ২৯ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। কক্সবাজার মেডিকেল কলেজে কারো শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ৭৮১ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১৬২ জনের। এরমধ্যে ১১৭ জন নগরীর এবং ৪৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট