চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

গয়না তৈরি করে নিয়ে যাওয়ার সময় পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক

৯ জুলাই, ২০২০ | ৭:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ৬০ ভরি স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ের পুলিশ। বুধবার (০৮ জুলাই) রাত সাড়ে ৯টায় স্টেশনের ৯ নম্বর প্লাটফরম থেকে তাকে আটক করা হয় বলে জানান রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া।

আটক কনক চন্দ্র বণিক (৪০) ফেনীর সদর থানার তরনী কুমার বণিকের ছেলে বলে জানা গেছে।

ওসি মোস্তাফিজ ভূঁইয়া বলেন, আটক ওই ব্যক্তি স্বর্ণের কাগজপত্র দেখাতে পারেনি। সে স্বীকার করে তার সহযোগি নারায়নচন্দ্র, কৃষ্ণ চন্দ্র, বিধান ধর ও লিটন চন্দ্রের সহযোগিতায় স্বর্ণ গলিয়ে অলংকার তৈরি করে ফেনি জেলার সীমান্তবর্তী এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। সেখান থেকে বিদেশে পাচারেরও উদ্দেশ্যে ছিলো তার।  আদালতে তার ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে জিজ্ঞেসাবাদে আরও তথ্য জানা যাবে।

আটক কনক চন্দ্র বণিকের কাছ থেকে ৬০ ভরি ১০ আনা স্বর্ণের মধ্যে ৩টি গলানো স্বর্ণের বার যার ওজন ৫৫ ভরি ১৮ আনার বেশি , ১টি স্বর্ণের টুকরা যার ওজন ২ ভরি ৫ আনার বেশি, ১টি গলার চেইন যার ওজন ১ ভরি ৫ আনা, ১টি ব্রেসলেট যার ওজন ১২ আনার বেশি। যার বাজারমূল্য ৩৩ লাখ ৩৪ হাজার ৩৭৫ টাকার স্বর্ণ পাওয়া গেছে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট