চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামে আরও ২৯৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৬

অনলাইন ডেস্ক

৮ জুলাই, ২০২০ | ১১:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ২৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ৬টি ল্যাবে ১ হাজার ৪৭১ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৭৭২ জনে। এছাড়া এসময় আরও ৬ জন মৃত্যুবরণ করেছেন।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৭টি, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০৩টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৩টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৫৩৪টি, ইম্পেরিয়াল হাসপাতালে ১৯০টি, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডিতে ১৩ জন, সিভাসুতে ২৮ জন, চমেকে ১১৫ জন, চবিতে ৫৬ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩৯ জন ও শেভরণে ৪৪ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৬টি ল্যাবে ১ হাজার ৪৭১ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২৯৫ জনের। এরমধ্যে ২১৬ জন নগরীর এবং ৭৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট