চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আনোয়ারায় বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

আনোয়ারায় বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

আনোয়ারা সংবাদদাতা

৭ জুলাই, ২০২০ | ১১:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ ওঠেছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার গুয়াপঞ্চক গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জানা যায়, উপজেলার গুয়াপঞ্চক গ্রামে কে বা কারা মাছের ঘোনায় বিষ প্রয়োগ করলে মঙ্গলবার সকালে মাছ মরতে থাকে। পরে মাছগুলো মরে পানিতে ভেসে ওঠে। এই দৃশ্য দেখে সকলেই হতবাক হয়ে যায়। এ ঘটনায় ঘোনার মালিক এহতেসানুল হক বাদি হয়ে আনোয়ারা থানায় জিডি করেছে।

ঘোনার অপর মালিকদ্বয় আবদুল হক ও নাজমুল হাসান শাকিল জানান, গতকাল সোমবার গভীর রাতে কে বা কারা মাছের ঘোনায় বিষ দিয়েছে বলে ধারণা করছি। বিষ প্রয়োগের ফলে ১৫ লাখ টাকার মাছ মার গেছে।

এদিকে, স্থানীয় মাছ চাষীদের মাঝে বিষ আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই রাত জেগে পাহারা দিচ্ছেন।

পূর্বকোণ/আনোয়ার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট