চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আনোয়ারায় জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

৭ জুলাই, ২০২০ | ১২:৪২ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বার আউলিয়া এলাকায় খোলা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে।

সোমবার দুপুরে বঙ্গোসাগরের জোয়ারে পানি লোকালয়ে প্রবেশ করলে লোকজনের দুর্ভোগ চরমে পৌঁছে।

জানা যায়, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া এলাকায় প্রতিনিয়ত খোলা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি উঠানামা করছে। সোমবার জোয়ারের পানিতে ঘরবাড়ি রাস্তাঘাট তলিয়ে যায়। স্থানীয়দের ভোগান্তি বৃদ্ধি পায়। স্থানীয় মেম্বার আমির আহমদ জানান, জোয়ারের পানিতে কমপক্ষে এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তাদের দুঃখ কষ্টের শেষ নেই।

স্থানীয় চেয়ারম্যান জানে আলম জানান, জোয়ারের পানিতে বাড়িঘর-ভাসছে। এছাড়া পূর্ব ফকিরহাট ও কোস্টগার্ড এলাকায়ও জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে বিষয়টি অবগত করা হয়েছে।

 

 

পূর্বকোণ/ আনোয়ার- এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট