চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নষ্ট ফ্রিজে জীবনরক্ষাকারী ওষুধ সংরক্ষণ, দোকানিকে জরিমানা

৬ জুলাই, ২০২০ | ৬:৩২ অপরাহ্ণ

নষ্ট ফ্রিজে জীবনরক্ষাকারী ওষুধ সংরক্ষণের দায়ে এক ওষুধের দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৬ জুলাই) দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, নগরীর বহদ্দারহাট হক মার্কেটে আজগর আলী ফার্মেসীকে জীবনরক্ষাকারী ঔষধ সামগ্রী ও ইনজেকশন নষ্ট ফ্রিজে সংরক্ষণের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একই মার্কেটের শাহ আমানত ফার্মেসীকে সামাজিক দূরত্ব বজায় না রেখে কেনাবেচা করার কারণে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন মুদি দোকানে পণ্য দ্রব্যের দাম ঠিক আছে কিনা তদারকি করা হয়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট