চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

করোনার লক্ষণ নিয়ে রাউজানের বিনাজুরীতে দোকান কর্মচারীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রাউজান

৪ জুলাই, ২০২০ | ৪:০৭ অপরাহ্ণ

করোনাভাইরাসের লক্ষণ নিয়ে রাউজানের এক লোহার দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। তার নাম মিলন বড়ুয়া (৫৭) তিনি উপজেলার বিনাজুরী ইউপির ১ নম্বর ওয়ার্ডের পূর্ব ইদিলপুর গ্রামের পরলোকগত হেমন্দ্র লাল বড়ুয়া পুত্র।
শনিবার সকাল ১০টার পর তাকে স্বাস্থ্যবিধি মেনে সৎকার করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য দ্বিধল বড়ুয়া বলেন ‘কয়েকদিন ধরে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ছিল মিলনের। অবস্থা খারাপের দিকে গেলে শুক্রবার সকালে প্রথমে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে, পরে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তিবস্থায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে রেখে যান।
শনিবার সকাল ১০টার পর মিলনকে স্বাস্থ্যবিধি মেনে নিজ গ্রামে সৎকার সম্পন্ন করেন ফারাজ করিম চৌধুরী গঠিত পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের নেতৃত্বাধীন বৌদ্ধ সম্প্রদায়ের স্বেচ্ছাসেবক টিম। এ কাজে আরো অংশগ্রহণ করেন রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা সাবের হোসেন ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র সভাপতি সাইদুল ইসলাম, ইকবাল তৌহিদ প্রমুখ।
পূর্বকোণ/জাহেদ- এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট