চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে আরও ২৬৩ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

৪ জুলাই, ২০২০ | ১১:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ২৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৪ জুলাই) ৭টি ল্যাবে ১ হাজার ২৩৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৬৬৮ জনে।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৬ টি, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৩৯ টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৩৬৪ টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২১৯ টি, ইম্পেরিয়াল হাসপাতালে ১৫৮ টি, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১ টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে নতুন যুক্ত হওয়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ৯৪ টি নমুনা পরীক্ষা করে ৫৪ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এতে বিআইটিআইডিতে ১৭ জন, সিভাসুতে ৭ জন, চমেকে ৮৭ জন, চবিতে ৬৩ জন, ইম্পেরিয়ালে ৩৪ জন, কক্সবাজার মেডিকেল কলেজে ১ জন ও শেভরণে ৫৪ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ১ হাজার ২৩৬ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২৬৩ জনের। এরমধ্যে ১৯৬ জন নগরীর এবং ৬৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট