চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রামুতে মুদি দোকান থেকে ত্রাণের চাল উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

৩ জুলাই, ২০২০ | ৯:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের রামুর কাউয়ারখোপ বাজারের মোহাম্মদ হারুন সওদাগরের মুদির দোকান থেকে ত্রাণের চাল ও এনজিও সংস্থা কর্তৃক দেয়া বিস্কুট এর কার্টুন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা অভিযান চালিয়ে ২৬ বস্তা চাউল ও ৭ কার্টুন বিস্কুট উদ্ধার করেন।

কাউয়ারখোপ ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য হাবিব উল্লাহ ও ৫নং ওয়ার্ডের সদস্য আবদুল্লাহসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সংস্থা কর্তৃক অসহায়দের জন্য দেওয়া চাল ও বিস্কুটগুলো ইউনিয়ন পরিষদ থেকে আত্মসাৎ করার জন্য সরিয়ে নেয়া হয়। মোস্তাক চেয়ারম্যান ত্রানের তালিকায় নিকট আত্মীয়দের নাম দিয়ে ত্রানগুলো তার নিজের ঘরে নিয়ে যায় বলে অভিযোগও রয়েছে।

রামুর স্থানীয় একটি দোকান থেকে ২৬ বস্তা চাল ও বিস্কুটের কার্টুন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। এবিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

পূর্বকোণ / আরআর-মজিদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট