চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

স্বাস্থ্যবিধি অমান্য করায় চালক-যাত্রীসহ ২০ জনকে জরিমানা

অনলাইন ডেস্ক

৩ জুলাই, ২০২০ | ৪:০৮ অপরাহ্ণ

নগরীতে স্বাস্থ্যবিধি অমান্য করে পরিবহন চালনোর অপরাধে চালক ও যাত্রীসহ ২০ জনকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে জিইসির মোড় ও ওয়াসার মোড়ে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।

ওমর ফারুক বলেন, ‘জিইসি ও ওয়াসা এলাকায় অনেক বাস, সিএনজি ও ব্যক্তিগত গাড়ি স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচল করছে। কয়েকটি বাসে দেখা যায় সুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার নেই। ড্রাইভার হেল্পারসহ যাত্রীদেরকেও মাস্ক পড়তে দেখা যায়নি। ২ সিটে একজন বসার কথা থাকলে ও ২ থেকে ৩ জনকে বসা অবস্থায় দেখা যায়। বাসে হ্যান্ডস্যানিটাইজার যেগুলো আছে সেগুলো জীবাণু নাশক না।’

এছাড়া নকল হ্যান্ড স্যানিটাইজার রাখা, পানি দিয়ে স্যানিটাইজড করা ও অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে ১০ জন ড্রাইভারকে ৩০০০ টাকা অর্থদণ্ড করা হয়।

ব্যক্তিগত নোহা গাড়ী ও সিএনজিতে অধিক যাত্রী থাকায় চালক ও যাত্রীসহ ১০ জনকে ১০০০ টাকা অর্থদণ্ড করা হয়।

তিনি আরও বলেন, কয়েকটি বাসে শুধু পানি দিয়ে স্যানিটাইজড করছেন যা যাত্রীদের সাথে প্রতারণার শামিল।

তিনি বলেন, গণপরিবহনে স্বাস্থ্যবিধি পালনের জন্য গত মার্চ মাস থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে জেলা প্রশাসনের কয়েকটি টিম। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট