চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে আরও ২৮২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

৩ জুলাই, ২০২০ | ১২:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ২৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  বৃহস্পতবার (২ জুলাই) ৭টি ল্যাবে ১৩২৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪০৫ জনে।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৬০, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৪০ টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৪০৩টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১০৯টি, ইম্পেরিয়াল হাসপাতালে ১৪৬টি, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে নতুন যুক্ত হওয়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ১৫৭টি নমুনা পরীক্ষা করে ৯৪ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এতে বিআইটিআইডিতে ৩৭ জন, সিভাসুতে ১৯ জন, চমেকে ৭০ জন, চবিতে ৩৪ জন, ইম্পেরিয়ালে ২৫ জন, কক্সবাজার মেডিকেল কলেজে ৩ জন ও শেভরণে ৯৪ জনের  শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

 সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ১৩২৩ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২৮২জনের। এরমধ্যে ১৮৭ জন নগরীর এবং ৮৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্বকোণ/পিআর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট