চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু, স্বজনদের আহাজারি

বাঁশখালী সংবাদদাতা

২ জুলাই, ২০২০ | ৩:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদি মিয়া বাজার এলাকায় পাকা ভবনের ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুতের তারে জড়িয়ে মো. ওবাইদুল্লাহ (৪৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

সে চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। দুর্ঘটনার পর অন্যান্য শ্রমিকরা বাঁশখালী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাজমিস্ত্রিকে মৃত ঘোষণা করে। এই খবর পাওয়ার পর নিহত পরিবারের সদস্যদের কান্নার আহাজারিতে হাসপাতাল এলাকায় পরিবেশ ভারি হয়ে উঠে।

বৃহষ্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে বাঁশখালী পৌর সদরে জলদি মিয়া বাজারের দক্ষিণ পার্শ্বে পেট্টোল পাম্পের পিছনে আবুল কালামের দ্বিতল ভবনের উপরের ছাদ ঢালাইয়ের সময় ১১ হাজার কে.ভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিচে এই দুর্ঘটনাটি ঘটে। বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডে আবুল কালামের মালিকানাধীন ভবনে দ্বিতলে সকাল থেকে ছাদ ঢালায়ের কাজ চলছিল। শ্রমিকদের মাঝির কথা অনুযায়ী রাজমিস্ত্রি মো. ওবাইদুল্লাহ মাথায় ইট, বালি, কংক্রিটের মিশ্রিত মসলা নিয়ে বিদ্যুৎ তারের নিচ দিয়ে যাওয়ার সময় ১১হাজার কে.ভির লাইনের শর্ট খেয়ে ঘটনাস্থলে পড়ে যায়। অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী পারভীন আক্তার (২৮) বিলাপ ধরে কান্না করে বলতে থাকে, ঢালাই কাজে তার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়ে। ঢালাই কাজের মাঝি দুদিন ধরে আমার স্বামীকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছিল। চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডেপুটি ঘোনা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. ওবাইদুল্লাহ ১৩ বছর পূর্বে বিবাহ করে। বর্তমানে তার ৩টি শিশু সন্তান ও  ১ মেয়ে রয়েছে।

চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, পশ্চিম চাম্বলের বাসিন্দা বিদ্যুৎ তারে নিহত মো. ওবাইদুল্লাহর বাড়ী পশ্চিম চাম্বল ডেপুটিঘোনা গ্রামে। তারা খুব গরিব। সে ভবন ঢালাইয়ের কাজের সময় বিদ্যুৎ তারে জড়িয়ে মারা গেছে সেটা ঠিক।  বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানা যাবে।

বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, বিদ্যুৎ তারে জড়িয়ে মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু নিশ্চিত পাওয়া গেলে লাশের ময়নাতদন্তের প্রয়োজন হয়না।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট