চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পাহাড় কাটায় পুলিশ কর্মকর্তাকে ৬ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

২ জুলাই, ২০২০ | ২:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের বায়েজিদে পাহাড় কাটার দায়ে এক পুলিশ কর্মকর্তাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

গতকাল বুধবার (১ জুলাই) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন। পুলিশ কর্মকর্তার নাম রিতেন সাহা। তিনি বর্তমানে সিএমপির পাঁচলাইশ থানায় কর্মরত। কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নানুয়ার বাজার এলাকার মৃত রঞ্জিত কুমার সাহার ছেলে তিনি।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী বলেন, বায়েজিদ থানাধীন চন্দ্রনগর এলাকায় পাহাড় কাটার দায়ে রিতেন সাহা নামে এক পুলিশ কর্মকর্তাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি শুনানীতে উপস্থিত থেকে পাহাড় কাটার বিষয়টি স্বীকার করেছেন। প্রায় ৬ হাজার ঘনফুট পাহাড় কাটায় তাঁকে ৬ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেয়া হয়। তাছাড়া জরিমানার এ অর্থ আগামি সাত দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।

তবে এসআই রিতেন সাহা পাহাড় কাটার বিষয়টি অস্বীকার করে জানান, পত্রিকায় একটি সংবাদের প্রেক্ষিতে বিভাগীয়ভাবে পুলিশের পক্ষ থেকে তদন্ত হয়েছে। সেই তদন্তে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়নি। পরিবেশ অধিদপ্তরের শুনানিতে পাহাড় কাটার কোন বিষয় আমি স্বীকার করিনি। আদেশের বিপক্ষে আমি আপিল করব।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট