চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দক্ষতায় চট্টগ্রাম বন্দরকে ৩০তম অবস্থানে দেখতে চাই: নৌ প্রতিমন্ত্রী
দক্ষতায় চট্টগ্রাম বন্দরকে ৩০তম অবস্থানে দেখতে চাই: নৌ প্রতিমন্ত্রী

দক্ষতায় চট্টগ্রাম বন্দরকে ৩০তম অবস্থানে দেখতে চাই: নৌ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ জুলাই, ২০২০ | ৪:৫৩ অপরাহ্ণ

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘১০ বছরে চট্টগ্রাম বন্দর বিশ্বের সেরা ১০০ কনটেইনার হ্যান্ডলিংকারী বন্দরের তালিকায় ৬৪তম অবস্থানে আছে। এই দক্ষতা অব্যাহত রেখে আমরা চাই ৩০-৫০ তম অবস্থানের মধ্যে চলে আসতে।’
চট্টগ্রাম বন্দর হাসপাতালে সমুদ্রবন্দরের কর্মীদের করোনা চিকিৎসার জন্য ৬০ শয্যার বিশেষায়িত ইউনিট ও নতুন হাসপাতাল ভবনের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী এই আশাবাদের কথা ব্যক্ত করেন।
আজ বুধবার (১ জুলাই) চট্টগ্রাম বন্দর হাসপাতালের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের লাইফ-লাইন বলে উল্লেখ করে চট্টগ্রাম বন্দর চট্টগ্রামের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামবাসীর পাশে থাকবে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী।
তিনি বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, লঞ্চডুবির ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। দোষীদের কাউকে ছাড় দেয়া হবে না।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ এ সময় বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, পরিচালক (পরিবহন) এনামুল করিম, বন্দর সচিব মো. ওমর ফারুক, প্রধান চিকিৎসা কর্মকর্তাসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট