চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালী পৌরসভার মেয়রসহ করোনায় আক্রান্ত ৮ জন

বাঁশখালী সংবাদদাতা

১ জুলাই, ২০২০ | ৪:৪৩ অপরাহ্ণ

বাঁশখালী পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীসহ বিভিন্ন পেশার ৮জন ব্যক্তির করোনাভাইরাসে শনাক্ত হয়েছে।

বুধবার (১জুলাই) ঢাকা মহাখালী, বি.আই.টি.আই.ডি, চমেক ও  সিভাসু হাসপাতালে করোনা পরীক্ষায় এইসব ব্যক্তিদের রিপোর্টে পজেটিভ পাওয়া যায়।

বাঁশখালী হাসপাতাল সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলায় ২দিনে ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই পর্যন্ত ৮৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তৎমধ্যে ১৫৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোছাইন বলেন, ‘বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী কয়েকদিন যাবত অসুস্থ হওয়ার পর  করোনা নমুনা পরীক্ষা করে। এতে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায় বলে মুঠোফোনের মাধ্যমে পৌরসভার কর্মকর্তাদেরকে জানিয়েছে। তিনি ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছে। ’

বাঁশখালী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান মজুমদার বলেন,  প্রতিদিন করোনাভাইরাস পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা আক্রান্ত সংখ্যা বাড়তে থাকবে। সাধারণ মানুষকে সচেতনতার জন্য প্রচারণা অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট