চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাসে অভিযান, স্বাস্থ্যবিধি না মানায় ৮ জনকে জরিমানা

বাসে অভিযান, স্বাস্থ্যবিধি না মানায় ৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২০ | ৮:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ মঙ্গলবার (৩০ জুন) দিনভর উপজেলার ক্রসিং, কলেজ বাজার, শিকলবাহা, মইজ্জ্যারটেক, শাহ্ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ৮ যাত্রীকে ১ হাজার ৬শ’ অর্থদণ্ড করা হয়।

অভিযানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন বলেন, উপজেলার ক্রসিং, কলেজ বাজার, শিকলবাহা, মইজ্জ্যারটেক, শাহ্ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় বিভিন্ন গণপরিবহনে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীরা মাস্ক না পড়ায় ও স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ৮ যাত্রীকে ১৬শ’ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধের জনসচেতনতা হচ্ছে অন্যতম প্রধান উপায়। তাই জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টির জন্য শুরু থেকেই নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট