চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

 নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২০ | ৭:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা সুজন বড়ুয়াকে জীবননাশের হুমকি । রবিবার (২৮ জুন) কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা মোবাইল নম্বরের বরাত দিয়ে থানায় অভিযোগ করেছেন তিনি।

সুজন বড়ুয়া সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুমঘুম বড়ুয়া পাড়ার বিমল চন্দ্র বড়ুয়ার ছেলে।

অভিযোগের বিষয়ে সুজন বড়ুয়া পূর্বকোণকে বলেন, ‘গত ২৭ জুন রাতে সিভিল সার্জন কার্যালয়ের কোভিড কন্ট্রোলরুমে দায়িত্ব পালনকালে রাত ১০টা ৫৮ মিনিটে মোবাইল (০১৬২৮-৫২২১২৫) নম্বর থেকে পরপর তিনটি এসএমএস আসে। তিনটি এসএমএস’এ অকথ্য ভাষায় গালমন্দের পাশাপাশি জীবননাশের হুমকিও দেয়।’ এসএমএস আসার পর থেকে ওই মোবাইল নম্বর বন্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, এতে করে আমি অজ্ঞাতনামা মোবাইল নম্বর ব্যবহারকারী ব্যক্তি বা তার কোন সহযোগী কর্তৃক ক্ষতির সম্মূখীন হতে পারি বলে আশঙ্কা করছি। আমি চাই পুলিশ দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুক।’

পূর্বকোণ/ আরআর -রাজু

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট