চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লামায় মায়া হরিণের বাচ্চা উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর

লামা সংবাদদাতা

২৯ জুন, ২০২০ | ৫:১৯ অপরাহ্ণ

লামায় একটি মায়া হরিণের বাচ্চা উদ্ধার করে বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করেছে লামা বিভাগ। আজ সোমবার (২৯ জুন) সকালে হরিণের বাচ্চাটি লামা বন বিভাগের নিয়ন্ত্রণাধীন ডলুছড়ি রেঞ্জের সরই মৌজাস্থ আমতলী পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার এর নির্দেশে হরিণ ছানাটি ডুলহাজারা সাফারী পার্কে হস্থান্তর করা হয়েছে।

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. নুরে আলম হাফিজ বলেন, উদ্ধার করা হরিণের বাচ্চাটি বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম চৌধুরীর কাছে আনুষ্ঠানিভাবে সোমবার বিকেলে হস্তান্তর করা হয়েছে।

 

 

পূর্বকোণ/রফিক-এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট