চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে করোনায় নতুন করে সর্বোচ্চ ৩৪৬ জন শনাক্ত

অনলাইন ডেস্ক

২৯ জুন, ২০২০ | ১২:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও সর্বোচ্চ ৩৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রবিবার (২৮ জুন) চট্টগ্রামের ৬টি ও কক্সবাজারের ল্যাবসহ মোট ৭ টি ল্যাবে ৯৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা ভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০১, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৪৪ টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১১২ টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৬৭ ,বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১১০টি, কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ১১টি, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবে গত দুই দিনে ৩৫২টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডিতে ১৪ জন, সিভাসুতে ২৬ জন, চমেকে ৪৫ জন, চবিতে ৫৬ জন, ইম্পেরিয়ালে ২৪ জন, কক্সবাজারে ৪ জন ও শেভরণে ১৭৭ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ৯৯৭ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ৩৪৬ জনের। এরমধ্যে ২৭৪ জন নগরীর এবং ৭২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট