চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মূল্য তালিকা না টাঙানোয় ৬ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

২৮ জুন, ২০২০ | ৫:০২ অপরাহ্ণ

নগরীর বিভিন্ন জায়গায় পৃথক অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (২৮ জুন) পতেঙ্গা, ইপিজেড, বন্দর, পাহাড়তলী, আকবরশাহ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।

অন্যদিকে পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ, চান্দগাঁও , চকবাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান পৃথক অভিযান পরিচালন করেন।

পৃথক অভিযানে পাহাড়তলীতে কাঁচা বাজারে মূল্য তালিকা না থাকায় ৩ জন দোকানদারকে ৩ হাজার টাকা ও চান্দগাঁও থানার দান স্টোর ,মামুন এন্টারপ্রাইজ ও এহসান স্টোরকে ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিভিন্ন জায়গায় করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারের বিষয়ে জনগণকে সচেতন করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট