চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডা. আব্দুর রব মাসুম করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২০ | ২:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৭ জুন) তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেন জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জামাল মোস্তফা।

তিনি পূর্বকোণকে বলেন, ‘উনার (আব্দুর রব) শরীরের তেমন উপসর্গ নেই। তবে উনার স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার পর জেনারেল হাসপাতালেই নমুনা সংগ্রহ করা হয়। শনিবার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি’।

এর আগে গত ২৪ জুন এ চিকিৎসকের স্ত্রীও করোনায় আক্রান্ত হন। তিনি নগরীর বেসরকারি ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আগেও গত ১৩ জুন চিকিৎসকের শশুর ফজলুল হক (৭৭) বাধ্যক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। যদিও তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি।

উল্লেখ্য, চট্টগ্রামে করোনা সংক্রমণ শনাক্তের পর থেকেই টানা প্রায় তিনমাস করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিমেডিসিন সেবাও দিয়ে যাচ্ছেন এ চিকিৎসক।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট