চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

স্বল্পগতির যানবাহন ও পথচারীদের টার্গেট করে ছিনতাই করে তারা

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২০ | ৮:৩৬ অপরাহ্ণ

নগরীর শাহ আমানত সেতুতে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।  আজ শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে অপরাধের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এই তিনজন।

আটককৃত আসামিরা হলেন, মো. ফারুক হোসেন (২৪), নুরুল আমিন (২০) ও মো. ইমন (১৯)।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, জবানবন্দিতে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, সন্ধ্যার পর থেকে অন্ধকার শাহ আমানত সেতুর উপর ঘাপটি মেরে অবস্থান নিয়ে ছিনতাই করে তারা। স্বল্প গতির যানবাহন, সাইকেল আরোহী এবং পথচারীদেরকে টার্গেট করে ছিনতাই করে তারা। তাদের দলের আরও তিনজন ছিনতাইকারী দূরবর্তী স্থানে অবস্থান নিয়ে পথচারী এবং পুলিশের গতিবিধি লক্ষ্য করে।

গত বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে শাহ আমানত সংযোগ সেতুর উত্তর পাশে ছিনতাইকারীদের কবলে পড়েন জাবেদুল আলম (২৫)। এ ঘটনার বিষয়ে ভুক্তভোগী জাবেদুল গতকাল শুক্রবার বাকলিয়া থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নামে। এরপর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট