চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে শিশুর মৃত্যু

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক ও মানিকছড়ি সংবাদদাতা

২৭ জুন, ২০২০ | ২:১৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির চেঙ্গী নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু। খাগড়াছড়ি জেলার আনন্দ অফিস সংলগ্ন দক্ষিণ গঞ্জপাড়া এলাকায় চেঙ্গী নদীর পাড়ে খেলতে গিয়ে আজাদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়।

শুক্রবার (২৬ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত আজাদ হোসেন খাগড়াছড়ির গোলাবাড়ি ইউনিয়নের দক্ষিণ গঞ্জপাড়া এলাকার মো. নুরুল হক ড্রাইভারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে অন্যান্য শিশুদের সাথে নদীর পাড়ে খেলার সময় হঠাৎ নদীতে পড়ে যায়। এসময় সাথে থাকা শিশুদের চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা ছুটে আসে। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে রাঙ্গামাটির ফায়ার স্টেশনের অন্তর্ভূক্ত লংগদু স্থল কাম-নদী ফায়ার স্টেশনের তমিজ উদ্দিনের নেতৃত্বে একটি ডুবুরী দল উদ্ধার কাজ পরিচালনা করেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ডুবুরি সোহেল মিয়া বিকাল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে শিশুটি চেঙ্গী নদীর পানিতে পড়লে তার মৃত্যু ঘটে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট