চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

টেকনাফে মানসিক প্রতিবন্ধী রোহিঙ্গা বৃদ্ধের মরদেহ উদ্ধার

উখিয়া সংবাদদাতা

২৫ জুন, ২০২০ | ১১:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে নির্মাণাধীন সীমান্ত সড়ক সংলগ্ন সৃষ্ট পানির ডোবা হতে এক রোহিঙ্গা মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার হ্নীলা হ্নীলা মৌলভী বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার হ্নীলা মৌলভী বাজারের পূর্বে নির্মিতব্য সীমান্ত সড়কের পশ্চিম পার্শের সৃষ্ট ডোবায় এক ব্যক্তির ভাসমান মৃতদেহটি ভেসে ওঠে। এ সময় উপস্থিত বিজিবি টহল দল ও জনসাধারণকে বিষয়টি অবহিত করা হয়। পরে পুলিশকে খবর দেয়া হলে বিকাল ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করে ডোবা হতে পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় টেকনাফ থানা পুলিশ। নিহতের শরীরের কোন ধরনের আঘাতের চিহ্ন ছিল না।

স্থানীয়রা জানান, লোকটি মূলত মানসিক প্রতিবন্ধী রোহিঙ্গা। সে লোকজন থেকে খাবার খুঁজে খুঁজে খেত। তার ইচ্ছেমত ঘুরেফিরে বেড়াত। এখানে ঘুরতে এসে গভীর পানিতে পড়ে মারা গেছে বলে ধারণা তাদের।

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/কায়সার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট